মুখে দাড়ি দেখে কটাক্ষ ও অপদস্থ করার অভিযোগ এনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন গাজীপুর হাইওয়ে হাঁসাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাঈম সিদ্দিকী। গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তিনি এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ আইজিপি, প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্ট কয়েকটি দফতরে জমা দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকায় এক সড়ক দুর্ঘটনার তদন্ত করতে গিয়ে তিনি প্রভাবশালী একটি ব্যক্তির গাড়ির মালিককে ফোন করেন। এ কারণে ডিআইজি (অপারেশন) রেজাউল করিম তাকে অফিসে ডেকে নিয়ে কটাক্ষ ও অপদস্থ করেন। অভিযোগে বলা হয়, গত ২১ আগস্ট ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান থানার মর্ডান সিটির সামনে একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও একজন আহত হন। পদ্মাসেতু টোল প্লাজার সিসিটিভি ফুটেজ থেকে গাড়ির তথ্য শনাক্ত করে...