ভারতের কাছে এই এশিয়া কাপেই টানা দু’বার হারলো পাকিস্তান। প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতা, দ্বিতীয় ম্যাচে বোলারদের ব্যর্থতা - পাকিস্তানকে একবারও জিততে দেয়নি। দ্বিতীয় ম্যাচে (সুপার ফোরে) ব্যাটাররা ভালো করলেও বোলাররা ছিলেন পুরোপুরি ব্যর্থ। পাকিস্তানের করা ১৭১ রানের জবাবে ভারতের দুই ওপেনার ১০৫ রানের জুটি গড়ে তোলে। একের পর এক এমন ব্যর্থতায় নিজ দেশের ক্রিকেট দলের ওপর দারুণ ক্ষুব্ধ হয়েছেন ওয়াসিম আকরাম ও শোয়েব আখতাররা। পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের ভুলভাবে রানআউট হওয়ার ঘটনা দেখে ওয়াসিম আকরাম বললেন, ‘আমি বাকরুদ্ধ।’ ১৯তম ওভারে ভারতের পেসার জাসপ্রিত বুমরাহর বিপক্ষে ব্যাটিং করছিলেন নওয়াজ। প্রথম বল ওয়াইড হলেও পরের দুটি বলে মাত্র একরান নিতে সক্ষম হন তিনি। এরপর ওভারের তৃতীয় বলে অমনোযোগী হয়ে ক্রিজ ছেড়ে বেরিয়ে যান নওয়াজ। কিন্তু ব্যাট মাটিতে না লাগানোয় সরাসরি থ্রোতে রানআউট...