আপনি যে দলেরই হোন, পিছিয়ে পড়ার ভোগান্তি সবার। তাই যে রাজনৈতিক মতাদর্শেরই হোন না কেন, কুমিল্লার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সোমবার জাতীয় প্রেসক্লাবে কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কীভাবে দখলে নিতে হয় সেটা আমরা জানি। সেটা ওয়ান-টু’র ব্যাপার।’ তিনি বলেন, ‘কুমিল্লার সব রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে কমিটি গঠন করে প্রধান উপদেষ্টার কাছে গেলে এই অন্তর্বর্তী সরকারের অধীনেই কুমিল্লা...