নির্বাচনের পাঁচ মাস আগে দলের সাবেক নেতা ফজলুর রহমানের নানা মন্তব্য বা বক্তব্যে দলে কোনো প্রভাব বা তার অবস্থান নড়বড় হবে কি না- এমন বিষয় জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিবিসি বাংলাকে বলেন, এটা পরের বিষয়। “ না, এই মুহূর্তে তো, সে আর দলের লোক না “ উল্লেখ করেন রিজভী। তিন মাস পরে ফজলুর রহমানের দলীয় পদের স্থগিতাদেশের কি হবে- এমন প্রশ্নে তিনি জানান সেটা সে সময় দেখা যাবে। “ এখন তো সে আমাদের কেউ না, সুতরাং সে কি বললো না বললো তার জন্য রেসপন্স নিবো না “ বলেন মি. রিজভী। দল হিসেবে বিএনপিকেও সতর্ক করা হয়েছে বলে ডাকসুর জিএস মি. ফরহাদ যে মন্তব্য করেছেন, এমন বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপি নেতা রিজভী। রিজভির মতে, এমন বক্তব্য...