‘অসামাজিক কার্যকলাপ’ চালানোর অভিযোগ তুলে গত শুক্রবার জুমার নামজের পরে একদল যুবক ময়মনসিংহ নগরীর সুতিয়াখালি বাজারে ‘আত্তে রাসুল খাজা বাবার দায়রা শরিফ’ নামে একটি খানকা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। তবে এলাকাবাসী ও বাজার কমিটির লোকজন জানিয়েছেন, সেখানে কোনো ‘অসামাজিক কার্যকলাপ হতো না’। খানকা পরিচালনাকারীরাও বলছেন, এখানে কোনো ‘অসামাজিক’ কাজ হয় না। সেখানে প্রতি শুক্রবার রাতে মিলাদ মাহফিল শেষে তবারক বিতরণ করা হতো। আর রাতে সামা কাওয়ালী গান হতো। দুই মাস আগে থেকে এ খানকা ভাঙার চেষ্টা করা হচ্ছে বলে সম্পৃক্ত কয়েকজন যুবকের কথায় জানা গেল। হামলাকারীরা বলছেন, “গান-বাজনা, ‘মাদকসেবনসহ’ রাতভর বিভিন্ন ‘অসামাজিক’ কার্যকলাপের কারণেই এটা ভেঙে দেয়া হয়েছে।” নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সুতিয়াখালী বাজারে ‘আত্তে রাসুল খাজা বাবার দায়রা শরিফে’ সরজমিনে গিয়ে দেখা যায়, ‘ঘর-দরজা ভেঙে, কুপিয়ে তছনছ করা হয়েছে টিন...