২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২ পিএম প্রায় দুই ঘণ্টার চেষ্টায় গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক (কেমিক্যাল) গুদামের আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ইতিমধ্যে পুড়ে গেছে গুদামটি। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন। তিনি বলেন, বিকেল সাড়ে ৪টায় লাগা আগুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে আমরা উপস্থিত রয়েছি। ভেতরে উদ্ধার অভিযান চলছে। আশপাশের পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও নজরদারিতে রয়েছে। আগুনে ফায়ার সার্ভিসের চারজন কর্মী ও ওই কারখানার এক কর্মকর্তা দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। আহতরা হলেন—ফায়ার সার্ভিসের অফিসার জান্নাতুল নাঈম ৪২%, ফায়ার ফাইটার মো. শামীম ১০০%, মো....