সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুর্নীতি ও অর্থপাচারের বিষয়ে আদালতে বিস্তারিত বিবরণ উঠে এসেছে তার শিল্প গ্রুপের ঊর্ধ্বতন দুই কর্মকর্তার জবানবন্দিতে। পাঁচ দিনের রিমান্ড শেষে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালতে জবানবন্দি দেন তারা। দুই কর্মকর্তা হলেন- জাবেদের পারিবারিক শিল্পগোষ্ঠী আরামিট গ্রুপের দুই সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আব্দুল আজিজ ও উৎপল পাল। দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) মোকাররম হোসাইন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গ্রেফতার দুই আসামি আব্দুল আজিজ ও উৎপল পাল উভয়ে আজ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা জবানবন্দিতে জাবেদের দুর্নীতি ও অর্থপাচারের বিস্তারিত বিবরণ দিয়েছেন। এর মধ্যে উৎপল পাল জানিয়েছেন, মন্ত্রী থাকার সময় জাবেদ যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে সম্পদ অর্জন করেন। সেই সম্পদের নথিপত্র বিদেশ থেকে আরামিট গ্রুপের কার্যালয়ে আসতো।...