২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২ পিএম মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীনাথপুর গ্রামে মবশ্বির আলী চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ও মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ কর্মসূচিতে ৬ শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা দেওয়া হয়। এ সময় ৬০ জন বাছাইকৃত ছানিপড়া রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে চশমা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মবশ্বির আলী চৌধুরী কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য শামসুজ্জামান চৌধুরী রাহেল। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার...