২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শানখলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে সায়হায়ম গ্রুপের চেয়ারম্যান, সাবেক জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন- ১৫ বছর আগে আমি কখনো ভাবিনি আবার আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাবো। ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়ন, গুম, খুন ও নির্যাতনের কারণে তখন জীবন বাঁচানোই ছিল বড় চ্যালেঞ্জ। কিন্তু ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের পর স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিচ্ছেন নতুন আশা ও স্বপ্ন...