নিউ ইয়র্কে ‘সেভ দ্য পিপল’ মিলনায়তন যেন এখন বাংলাদেশেরই প্রতিচ্ছবি; গ্যালারি জুড়ে ফুটে উঠেছে এ দেশের মানুষের জীবন, সংস্কৃতি ও অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টায় জ্যামাইকার হিলসাইড এভিনিউয়ের পিস সেন্টারে ‘সেভ দ্য পিপল’ মিলনায়তনে আলোকচিত্র প্রদর্শনীতে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের মানুষের সৌহার্দ্য, দৃঢ়তা আর আশার প্রতিচ্ছবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হেড অব নিউজ ফটোগ্রাফি মুহাম্মদ মোস্তাফিজুর রহমানের তোলা ৪০টি ছবি শোভা পাচ্ছে গ্যালারিতে। আন্তর্জাতিক শান্তি দিবস ঘিরে কেক কেটে সপ্তাহব্যাপী তার তৃতীয় একক এ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। ‘অলাভজনক’ সংগঠন ‘সেভ দ্য পিপল’ এ প্রদর্শনী আয়োজন করেছে, যা আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এ আয়োজনের সহযোগিতায় রয়েছে ইউনাইটেড ন্যাশন অ্যাসোসিয়েশন অব ইউএসএ–কুইন্স চ্যাপ্টার, পিস সেন্টার অব ইউএসএ এবং...