২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইতালির বিভিন্ন শহরে ব্যাপক প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিবাদে অংশ নেন হাজার হাজার ইতালিয়ান নাগরিক। তাদের এই মানবিক উদ্যোগে একাত্মতা প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরাও। রোম, মিলান, ফ্লোরেন্স, ভেনিস, নেপলসসহ বেশ কয়েকটি শহরে "ফ্রি প্যালেস্টাইন", "গাজায় গণহত্যা বন্ধ করো", "ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দাও" —এমন নানা স্লোগানে মুখর ছিল রাস্তাঘাট।বিশেষ করে জেনোয়া ও রাভেন্না বন্দর এলাকায় কর্মবিরতি পালন করেন বন্দরের শ্রমিকরা। তারা জানান, যুদ্ধ ব্যবস্থাকে সহযোগিতা না করতে ইতালির উচিত অস্ত্র পরিবহন বন্ধ করা। মানববন্ধনে অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশিরা বলেন, এটি আর শুধু ধর্ম বা অঞ্চলভিত্তিক ইস্যু নয়—এটি এখন মানবতার প্রশ্ন। শিশু, নারী, সাধারণ মানুষের উপর যেভাবে হামলা চলছে, তাতে বিশ্ব বিবেকের জাগরণ...