গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিস সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল এ কথা জানিয়েছেন। সোমবার রাত ৮টার দিকে দগ্ধদের দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেন, ‘খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় হঠাৎ বিস্ফোরণে একজন ওয়্যারহাউস অফিসারসহ চারজন ফায়ার সার্ভিস কর্মী দগ্ধ হন। তাদের মধ্যে দুজনের শরীরের শতভাগ, একজনের ৪২ শতাংশ এবং আরেকজনের পাঁচ শতাংশ দগ্ধ হয়েছে।’ ফায়ার সার্ভিস মহাপরিচালক আরও বলেন, ‘দগ্ধদের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশেও পাঠানো হবে। পাশাপাশি, ঘটনাস্থলে টঙ্গীর একটি টিম এখনো কাজ...