রংপুরের জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলী বাদলকে মারধর, হেনস্তা ও ক্ষমা চাইতে জোরাজুরি করার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে মহানগর পুলিশ কার্যালয় ঘেরাওয়ের ডাক দিয়েছেন রংপুরের সাংবাদিক সমাজ।সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে সাংবাদিকদের পাশাপাশি রাজনৈতিক দলের নেতা ও সাধারণ মানুষ অংশ নেন।রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধনে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে), রংপুর প্রেস ক্লাব, রংপুর রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেস ক্লাব, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন। এ ছাড়াও এনসিপি নেতা আলমগীর নয়ন, জাতীয় শ্রমিক পার্টির শ্যামল বর্মন, এবি পার্টির নেতা রুজু হোসেনসহ অন্য রাজনৈতিক নেতারাও সংহতি জানান।বক্তারা অভিযোগ করে বলেন, ‘জুলাই যোদ্ধা’ ও ‘জুলাই রাজবন্দি’ কোটায় রংপুর সিটি...