এখানে দুর্গা মায়ের ৯টি রূপের পূজা হয়ে থাকে যা চণ্ডীতে বর্ণিত রয়েছে, সেই রূপের আলোকেই মহালয়ার পরের দিন থেকে প্রতিবছর এখানে পূজার আয়োজন করা হয়। সারাদেশ থেকে হাজার হাজার ভক্তের সমাগম হয় এ নবদুর্গা পূজা দেখতে।আর এই দুর্গাপূজা শুরু হয় দেশের শারদীয় উৎসবের আগেই তাই এটি ‘আগাম’ বা ‘নবদুর্গা’ পূজা নামে পরিচিত। আগামী ২ অক্টোবর দশমী পূজা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার সমাপ্তি ঘটবে।’ আর...