রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন, প্রক্টর মাহবুবুর রহমানসহ প্রশাসনিক কর্মকর্তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। সোমবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ কথা জানায় ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।আরো পড়ুন:চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎরাবিতে কমপ্লিট শাটডাউনে ইবির জিয়া পরিষদের সংহতি এক বিবৃতিতে সাদা দলের নেতৃবৃন্দ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রদের নামে একটি বিশেষ ছাত্রসংগঠনের নেতাকর্মীরা যেভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, প্রক্টর ও অন্যান্য কর্মকর্তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছে, তা আমাদের ব্যথিত করেছে। কোনো সভ্য সমাজে এ ধরনের ঘটনা অগ্রহণযোগ্য। নেতৃবৃন্দ বলেন, প্রক্টর মাহবুবুর রহমানের ঘড়ি ও প্রায় ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার...