উপকূলের জেলেরা ট্রলার নিয়ে যখন সমুদ্রে নামেন, তখন তাদের চোখে থাকে রোজগারের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নই আজ ধ্বংস করছে অবৈধ জালের ভয়ঙ্কর বিস্তার। বাহারি নামের অবৈধ জালের কারণে প্রতিদিন কোটি কোটি মাছের পোনা ধ্বংস হচ্ছে। কেবল মাছ নয়, ধ্বংস হচ্ছে সমুদ্রের ভবিষ্যৎ, বাধাগ্রস্ত হচ্ছে ব্যাপক সম্ভাবনাময় সুনীল অর্থনীতি। কাল্পনিক বা নাটকীয় কোনো গল্প নয়, এটি বাংলাদেশের উপকূলের প্রতিদিনের বাস্তবতা। শত শত অবৈধ মাছ ধরার জাল আজ নিঃশব্দে ধ্বংস করছে বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য। এ বিষয়ে পর্যালোচনা করেছেন আরটিভির কুয়াকাটা প্রতিনিধি কাজী সাঈদ। পাঁচ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বে তুলে ধরেছেন উপকূলের বৈধ ট্রলারের অবৈধ জালে দিশেহারা সামুদ্রিকপ্রাণীর ভয়ঙ্কর বাস্তব চিত্র। ভোর ৫টার দিকে পটুয়াখালী মহিপুর থানার খাপড়াভাঙ্গা নদীর ঘাট থেকে এক এক করে বেরিয়ে পড়ছে বেশ কিছু ট্রলার। জ্বলছে লাল, নীল, সবুজ...