৩৩ বছর পর গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। যেখানে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আবদুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক পদে জিতেছেন সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম। এরই প্রেক্ষিতে “ভয়াবহ কারচুপির পর জাকসুতে ভয়ংকর ত্রি’মুখী সং’ঘর্ষ—শিবির-ছাত্রদলের রণ’ক্ষেত্রে আ’হত অন্তত ২৫” শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের কিংবা জাকসু নির্বাচন ঘিরে শিবির এবং ছাত্রদলের মধ্যে কোনো সংঘর্ষের নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে পটুয়াখালীতে বিএনপির জনসমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির সংঘর্ষে পুলিশসহ ২৫ জন আহত হয়। এটি সেই ঘটনারই দৃশ্য। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ফেসবুকে ‘দৈনিক বরিশালের সংবাদ ৩০২’ নামক পেজে ২০২৩...