ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ায় (আইআইইউএম) অনুষ্ঠিত হলো এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা ‘এশিয়ান ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ ২০২৫’। আইআইইউএম ওয়ার্ল্ড ডিবেট অ্যান্ড ওরেটরি সেন্টার (IWON) এবং ইংলিশ ডিবেট ক্লাব (EDC)-এর আয়োজনে টানা ছয় দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় ১২টি দেশের ১১২টি বিশ্ববিদ্যালয়। এবারের আসরের আহ্বায়ক ছিলেন আইআইইউএমের বাংলাদেশি শিক্ষার্থী সুবাইতা আরওয়া, যিনি মালয়েশিয়ান সাব-কমিটির সঙ্গে সমন্বয় করে আয়োজনকে সফল করেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP) এ বছর English as a Foreign Language (EFL) ক্যাটাগরিতে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে ফাইনালিস্ট হওয়ার গৌরব অর্জন করে। BUP দলের সদস্যরা জানান, আন্তর্জাতিক পর্যায়ের এত বড় প্রতিযোগিতায় ফাইনালে জায়গা পাওয়া তাদের জন্য এক বিশাল প্রাপ্তি। দলের এক বিতার্কিক বলেন— ‘এই অভিজ্ঞতা আমাদের শুধু আত্মবিশ্বাস বাড়ায়নি, বরং বিশ্বমানের প্রতিযোগিতায় নিজেদের মেলে ধরার পথও সুগম করেছে।’ গ্র্যান্ড...