শিক্ষাপ্রতিষ্ঠানে সঙ্গীতবিষয়ক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল চেয়ে একটি পক্ষের লাগাতার বক্তব্য, বিবৃতি ও কর্মসূচি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক-গবেষক, মানবাধিকারকর্মী, সাংবাদিক, রাজনৈতিক কর্মী ও শিল্প সংস্কৃতি অঙ্গনের ৫৪ জন নাগরিক। তাদের অভিমত সঙ্গীতের শিক্ষক নিয়োগের বিরোধিতা জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষার বিপরীত। স্বৈরাচার আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে জুলাই গণবিস্ফোরণে সব শ্রেণীপেশা এবং ধর্ম ও মতের মানুষ অংশ নিলেও অভ্যুত্থানের পরপরই নানা ধরনের বিভক্তি তৈরির অপপ্রয়াস চলছে বলেও মনে করেন তারা। প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও নাচের শিক্ষক নিয়োগ বাতিলের দাবি এ বিভাজনকে আরও জটিল পরিস্থিতির দিকে নিয়ে যাবে বলে অভিমত তাদের। সোমবার, (২২ সেপ্টেম্বর ২০২৫) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, ‘শিশুর নৈতিক ও ধর্মীয় শিক্ষা যেমন প্রয়োজন রয়েছে, তেমনি মেধা ও মননের বিকাশে সঙ্গীত এবং নৃত্যকলার প্রয়োজনও রয়েছে। সংস্কৃতি চর্চার...