সারাবিশ্ব থেকে উচ্চ মেধাবী ও দক্ষদের আকর্ষণ করতে ‘গ্লোবাল ট্যালেন্ট’ ভিসার ফি কমানো কিংবা পুরোপুরি বাতিল করতে যাচ্ছে যুক্তরাজ্য। সেই সঙ্গে ভিসা প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নিচ্ছে কিয়ার স্টারমারের সরকার। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের গঠিত ‘গ্লোবাল ট্যালেন্ট টাস্কফোর্স’ এখন বিষয়টি নিয়ে কাজ করছে। তাদের লক্ষ্য হলো বিদেশি গবেষক ও ডিজিটাল খাতের বিশেষজ্ঞদের দ্রুত যুক্তরাজ্যে আনা ও অর্থনীতিতে নতুন গতি আনা। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও আলোচনায় যুক্ত আছেন। বর্তমানে যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসার খরচ তুলনামূলক কম- একজনের জন্য ৭৬৬ ইউরো ও স্বাস্থ্যসেবার জন্য অতিরিক্ত ১ হাজার ৩৫ ইউরো। স্ত্রী/স্বামী ও সন্তানদের ক্ষেত্রেও আলাদা ফি দিতে হয়। তবে নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে এই অর্থ পরিশোধের প্রয়োজন হবে না। অনেক প্রতিষ্ঠান মনে করেন, এই ভিসা ফি, জটিল কাগজপত্র আর দীর্ঘ প্রক্রিয়া...