অভিযানের খবর পেয়ে বাজারের অন্যান্য ট্রাভেল এজেন্সিগুলোর মালিকরা দ্রুত দোকানপাট বন্ধ করে অন্যত্র চলে যায়। বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২১ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী নিবন্ধন সনদ গ্রহণ ছাড়া এবং মেয়াদোত্তীর্ণ নিবন্ধন সনদ নবায়ন ছাড়া ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনা করা যাবে না। কিন্তু পর্যাপ্ত তদারকি না থাকায় নতুন প্রতিষ্ঠানগুলো নিয়ম অমান্য করে অবৈধভাবে এসব ব্যবসা চালাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান বলেন, অভিযোগ রয়েছে কোম্পানীগঞ্জ বাজারে একাধিক ট্রাভেল এজেন্সি দীর্ঘদিন ধরে সিভিল অ্যাভিয়েশন লাইসেন্স ছাড়াই ব্যবসা করছে। সেই প্রেক্ষিতে আরিফ এয়ার ট্রাভেলসকে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে জরিমানা করা হয়েছে। দ্রুত লাইসেন্স গ্রহণপূর্বক ব্যবসা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।...