২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬ পিএম চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রথম ম্যাচের খেলা শেষে ফেরার পথে মতলব দক্ষিণের খেলোয়াড়দের বাসে অতর্কিতভাবে হামলা করেছে ফরিদগঞ্জ উপজেলার সমর্থকরা। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫ টায় চাঁদপুরের ওয়ারলেস (ফরিদগঞ্জ সড়কের মাথায়) নামক স্থানে এ হামলার ঘটনাটি ঘটে। এতে মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোজাহিদুল ইসলাম কিরণ, কোচ লিটন,খেলোয়ার সাগর,তামিম,ফাহিম,দুর্জয়,ইকবাল,সৌরভ,হাসিবসহ আরো ৫/৭ জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছেন। খবর পেয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক আমজাদ হোসেন, সহকারী কমিশনার ((ভুমি) মুনতাহিনা পৃথুলা, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ। জানা গেছে, চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রথম ম্যাচের খেলা চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।ওই...