২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ পিএম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান-এর সমর্থনে ইতালির রাজধানী রোমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মৌলভীবাজার বাসীর আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব হিরা আহমেদ ও পরিচালনা করেন ইতালি যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জায়েদুল হক মুকুল। সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহিদুর রহমান বলেন, "বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আজকের প্রবাসী সমাজ একটি বড় শক্তি। প্রবাসীদের রেমিট্যান্স শুধু অর্থনৈতিক অবদান নয়, এটা দেশের রাজনীতিতেও ভূমিকা রাখে। আমি দলের আদর্শে অবিচল থেকে জনগণের পক্ষে কথা বলেছি, ভবিষ্যতেও বলব। মৌলভীবাজার-৩ আসন থেকে মনোনয়ন পেলে আমি জনসম্পৃক্ত রাজনীতি করব, মানুষের অধিকার প্রতিষ্ঠা করব।" তিনি আরও বলেন, "আমি কোনো পদ বা পদবির জন্য রাজনীতি করি না,...