তিনি আরও বলেন, এখানে হাজার হাজার মানুষের সমাগম হবে। এখানকার নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ, আনসারসহ অন্যান্য নিরাপত্তারক্ষী বাহিনী মোতায়েন করতে আমরা প্রশাসনকে বলেছি। পূজা যেহেতু ২৮ সেপ্টেম্বর থেকে শুরু তাই এখনো কতজন নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে তা এখনও চূড়ান্ত হিসাব পাইনি। তবে যেসব স্থানে মূর্তি তৈরি করা হচ্ছে সেসব স্থানে পুলিশি নিরাপত্তা ইতোমধ্যে আছে। চার স্তরের নিরাপত্তায় পূজা উদযাপন করা হবে।সিলেটে ঝুঁকিপূর্ণ কোনো মণ্ডপ নেই উল্লেখ করে পূজা উদযাপন পরিষদের এ নেতা বলেন, পূজামণ্ডপ কোনটা ঝুঁকিপূর্ণ সেটা প্রশাসন শনাক্ত করে থাকে। সেটা তারা ভালো বুঝতে পারবে। তবে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আমরা কোনো মণ্ডপকেই ঝুঁকিপূর্ণ মনে করছি না। সবগুলো মণ্ডপই ঝুঁকিমুক্ত আছে।মুত্যুঞ্জয় ধর ভোলা বলেন, মহালয়া উপলক্ষে গত তিনদিন দেবীর উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ধর্মীয় সঙ্গীত ও গীতা পাঠের...