বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থাকবে। ৫ আগস্টের পরও আমাদের নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে সনাতনী ভাইবোনদের পাশে ছিল। গত বছরের মতো এ বছরও পূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে।সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কাজির দেউড়ি জিয়া যাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত নগর বিএনপি ও নগর পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভায় এসব কথা বলেন মাহবুবের রহমান শামীম।তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতনদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পূজা উপলক্ষে ইউনিয়ন, ওয়ার্ড, থানা, জেলা ও মহানগর পর্যায়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। তারা স্থানীয় পূজা উদযাপন পরিষদের সঙ্গে সমন্বয় করে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে কাজ করবে।তিনি সতর্ক করে বলেন, সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে...