ফুটবলে ব্যক্তিগত অর্জনের পুরস্কার ব্যালন ডি’অরে এবারের অন্যতম দাবীদার বার্সেলোনার লামিন ইয়ামাল। ফ্রান্সে সম্মাননা অনুষ্ঠানটি বসবে রাতে, প্যারিসে পৌঁছেও গেছেন ১৮ বর্ষী তারকা। খবর, লামিন পরিবার এবং বন্ধুসহ ২০ জনকে নিয়ে প্যারিস পৌঁছেছেন। অনুষ্ঠানের পরে যাদের সঙ্গে পার্টির আয়োজনও করে রেখেছেন তিনি। পুরস্কারের দৌড়ে ফরাসি তারকা উসমানে ডেম্বেলের সাথে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন স্প্যানিয়ার্ড লামিন ইয়ামাল। সাথে লড়ছেন মিশরীয় তারকা মোহাম্মেদ সালাহ ও আরেক ফ্রেঞ্চম্যান কাইলিয়ান এমবাপে। ইয়ামালের বহরে ২০ সদস্যের মধ্যে আছেন ছোট ভাই, মা এবং দাদীসহ আরও অনেকে, যারা তার বন্ধু...