প্রতরণার অভিযোগে চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল ও তার স্ত্রী চিত্রনায়িকার আফিয়া নুসরাত বর্ষার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক পোশাক ব্যবসায়ী। এই মামলায় অনন্ত-বর্ষা দম্পতিসহ মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। জানা গেছে, রাব্বি টেক্সটাইল নামের একটি রপ্তানিমুখী পোশাক কারখানার স্বত্ত্বাধিকারী ইলিয়াস মিয়া গত ২০ আগস্ট মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন- এ জে আই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত জলিল, তার স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা, এবি অ্যাপারেলস লিমিটেডের মার্চেন্ডাইজার আকরাম, মুনির ও কামরুল। এবি অ্যাপারেলস অনন্ত জলিলেরই আরেকটি কোম্পানি বলে বাদীর ভাষ্য। সোমবার (২২ সেপ্টেম্বর) এ মামলার আসামি আকরাম ঢাকার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম মহিউদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এরপর আদালত তার জামিন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা গেছে, আকরামের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট মেহেদী হাসান...