কক্সবাজার টেকনাফে র্যাব-১৫ ও ব্যাটালিয়ন (২ বিজিবি) বাহারছড়া পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে মানবপাচারকারীদের আস্তানা থেকে ৮৪ জনকে উদ্ধার করেছেন। এ সময় পাচার কাজে জড়িত থাকার অভিযোগে অস্ত্র ও গোলাবারুদসহ মানবপাচারকারী চক্রের ৩ সদস্যকে আটক করা হয়। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির হল রুমে এক যৌথ সংবাদ সম্মেলনে (র্যাব-১৫, ২ বিজিবি) এ তথ্য নিশ্চিত করেছেন ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান ও কক্সবাজার র্যাব ১৫ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান। আটকরা হলো- উওর কচ্ছপিয়া এলাকায় সালামত উল্লাহর ছেলে আব্দুল্লাহ (২১), রাজারছড়ার আবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২০) ও মো. ফিরোজের ছেলে ইব্রাহিম (২০)। পলাতক আসামি করা হয় মীর কাসেমের ছেলে রেজাউল করিম (৩৭), মমতাজ সওদাগরের ছেলে আয়াতুল তনজিদকে (৩০)। একটি বিদেশি পিস্তল ও গুলি, একটি...