গাইবান্ধার কঞ্চিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মুন্না (৫৫) জেলখানায় মৃত্যুবরণ করেছেন। সোমবার ২২ সেপ্টেম্বর সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্রে জানা যায়, মুন্নার মৃত্যুতে তারা গভীর শোকাহত এবং একইসঙ্গে ক্ষুব্ধ। তাদের অভিযোগ এ মৃত্যু স্বাভাবিক নয়। কারাগারে যথাযথ চিকিৎসা ও তদারকির ঘাটতির কারণেই এ ঘটনা ঘটতে পারে। স্থানীয় এলাকাবাসীও ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের দাবি করেছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে নানা মামলায় হয়রানির শিকার হচ্ছিলেন মুন্না। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে কারা...