শিক্ষক লাঞ্ছনার ঘটনায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে । এছাড়া ৩২ জনকে সতর্ক করা হয়েছে। ঘটনার সাত মাস পর রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্রশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার (২২ সেপ্টেম্বর) শাস্তি পাওয়া শিক্ষার্থীদের চিঠি দেওয়া হয়েছে।আরো পড়ুন:বিশ্বসেরা গবেষকদের তালিকায় জাবির ৮ শিক্ষক-শিক্ষার্থীবিশ্বসেরা গবেষকদের তালিকায় বাকৃবির ১২ শিক্ষক-শিক্ষার্থী বিশ্বসেরা গবেষকদের তালিকায় জাবির ৮ শিক্ষক-শিক্ষার্থী বিশ্বসেরা গবেষকদের তালিকায় বাকৃবির ১২ শিক্ষক-শিক্ষার্থী বিষয়টি নিশ্চিত করে কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. বিএম ইকরামুল হক বলেন, “মোট পাঁচজন শিক্ষার্থী সাজাপ্রাপ্ত হয়েছে। একজনকে এক বছর এবং চারজনকে ছয় মাস করে বহিষ্কার করা হয়েছে। বাকি ৩২ জনকে সতর্ক করা হয়েছে। এ বিষয়ে তাদের বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তর ও ব্যক্তিকে অবহিত করা হয়েছে।” শিক্ষার্থীদের মধ্যে এমএসসির সালিম সাদমানকে ১ বছরের জন্য...