২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম মৌসুমের শুরুতে একের পর এক চোট ভাবনায় ফেলে দিয়েছে হান্সি ফ্লিককে। এবার ছিটকে গেছেন বার্সেলোনার তরুণ মিডফিল্ডার ফের্মিন লোপেস। বাঁ পায়ের পেশির চোটে ভুগছেন ২২ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড। তার সুস্থ হয়ে ফিরতে তিন সপ্তাহ লেগে যাবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে বার্সেলোনা। লা লিগায় চলতি মাসে ভালেন্সিয়ার বিপক্ষে ৬-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন লোপেস। গত রোববার গেতাফের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে দ্বিতীয়ার্ধে বদলি নামেন তিনি। কিন্তু ম্যাচ শেষ করতে পারেননি। তার আগে থেকেই মাঠের বাইরে আছেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন, লামিনে ইয়ামাল, গাভি ও আলেহান্দ্রে বাল্দে। আগামী বৃহস্পতিবার রিয়াল ওবেইদোর মাঠে খেলবে বার্সেলোনা। পাঁচ রাউন্ড শেষে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্টে পিছিয়ে থেকে দুই নম্বরে আছে...