নিজস্ব প্রতিবেদক: সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স পতনের মুখে পড়েছে। এদিন সূচক ৪৪.৭০ পয়েন্ট কমে ৫,৩৩৭.১৪ পয়েন্টে অবস্থান করছে। সূচকের এই পতনে সবচেয়ে বড় প্রভাব ফেলেছে তালিকাভুক্ত ৬টি ব্যাংক। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টালের তথ্য অনুযায়ী, এই ব্যাংকগুলো আজ ডিএসই সূচক থেকে প্রায় ১২ পয়েন্ট মাইনাস করেছে। ছয় ব্যাংক হলো: ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক। ইসলামী ব্যাংক এদিন সর্বোচ্চ সূচক পতনের শীর্ষে। ব্যাংকটি ডিএসই সূচক থেকে প্রায় ৪ পয়েন্ট কমিয়েছে। শেয়ার দর ৬০ পয়সা বা ১.৪৬ শতাংশ কমে ৪০ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে। দিনের মধ্যে শেয়ারের দর ৪০ টাকা ৫০ পয়সা থেকে ৪২ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করেছে। দিনশেষে এই ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি...