এশিয়ান ফুটসাল বাছাই টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ। স্বাগতিক মালয়েশিয়ার কাছে ৭-১ গোলে হার মেনেছে দলটি। হারলেও নতুন এক অধ্যায় রচনা করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক ফুটসালে এটিই বাংলাদেশের প্রথম গোল। গোলটি এসেছে ফায়েদ আজিমের পা থেকে। এক গোলে ইতিহাসের পাতায় নিজেকে চিরস্থায়ী করেছেন আজিম। ম্যাচের প্রথমার্ধে মালয়েশিয়া ৩-১ গোলে এগিয়ে ছিল। এই সময়েই বাংলাদেশের হয়ে ঐতিহাসিক গোলটি করেন ফায়েদ আজিম। তার এই গোলটি দেশের ফুটসাল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, অনেকটা ১৯৭৩ সালে মালয়েশিয়ায় মারদেকা কাপে বাংলাদেশের হয়ে প্রথম গোল করা এনায়েতুর রহমানের মতো। দ্বিতীয়ার্ধে মালয়েশিয়া আরও চারটি গোল করলে বাংলাদেশের পরাজয়ের ব্যবধান বেড়ে যায়। এই নিয়ে টুর্নামেন্টে টানা দুই ম্যাচ হারল বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ইরানের বিপক্ষে ১২-০...