সম্প্রতি বাংলাদেশসহ নয়টি দেশের জন্য সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভিসা নিষেধাজ্ঞা জারির বিষয়ে ইউএইভিসা অনলাইন ডটকম নামের একটি ওয়েবসাইটের মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই বিষয়টি নিশ্চিত করেছে। আমিরাতের বাংলাদেশ দূতাবাস খোঁজ নিয়ে জানতে পেরেছে, ইউএইভিসা অনলাইন ডটকম-এর নিবন্ধনকারীর যোগাযোগের ঠিকানা ও টেলিফোন নম্বর যুক্তরাজ্যের। কারিগরি যোগাযোগের ঠিকানা ও টেলিফোন নম্বর যুক্তরাজ্যের, নিবন্ধকের যোগাযোগের নম্বর যুক্তরাষ্ট্রের এবং ওয়েবসাইটে প্রদত্ত কোম্পানির যোগাযোগ নম্বর ভারতের, কোম্পানির হেড অফিসের যে ঠিকানা দেওয়া আছে, তা দুবাইয়ের। সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি দূতাবাসের নজরে এসেছে, বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাত ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে। বা সমার্থক বাক্য হেডলাইন করে বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে।...