নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকার একটি ময়লার স্তূপ থেকে প্রায় চার হাজার জাতীয় পরিচয়পত্র-এনআইডি উদ্ধার করা হয়েছে; যেগুলো গাজীপুরের বাসিন্দাদের বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রোববার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের পাশ থেকে বিপুল পরিচয়পত্র পাওয়ার ঘটনায় পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বলে জানান ফতুল্লা থানার ওসি শরীফুল ইসলাম। সোমবার সকালে নারায়ণগঞ্জ শহরের একটি পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এনআইডি কার্ড পাওয়ার ঘটনার কারণ উদ্ঘাটনে পাশাপাশি নির্বাচন কর্মকর্তাদের সতর্ক থাকতে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি আইনশৃঙ্খলা কমিটির সভায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জেলা নির্বাচন কর্মকর্তাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গাজীপুর নির্বাচন কমিশনারের সঙ্গে যোগাযোগ করে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সে বিষয়ে জেলা প্রশাসকের মাধ্যমে তাকে অবহিত করার নির্দেশ দেন তিনি। নারায়ণগঞ্জ জেলা নির্বাচন...