মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে একের পর এক অস্থিরতা, গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন এবং কাতারের রাজধানী দোহায় সরাসরি হামলার ঘটনায় মুসলিম দেশগুলো এখন নতুন করে ভাবতে শুরু করেছে। নিজেদের ঐক্যবদ্ধ সামরিক জোট গঠনের প্রয়োজনীয়তা এখন সবার কাছে স্পষ্ট। ফলে বহু বছর ধরে আলোচিত ‘মুসলিম ন্যাটো’ বা ‘আরব ন্যাটো’র ধারণা এখন নতুন করে বাস্তবায়নের পথে হাঁটছে বলে আভাস মিলছে।কাতারে হামলা এবং আরব বিশ্বের ক্ষোভ৯ সেপ্টেম্বর দোহায় হামাস নেতাদের বৈঠকের সময় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় আবাসিক ভবন। প্রাণ হারান হামাসের শীর্ষ নেতা খলিল আল-হায়ার ছেলে, আরও কয়েকজন নিরাপত্তারক্ষী এবং কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা। যদিও সংগঠনটির রাজনৈতিক শাখার শীর্ষ নেতারা অল্পের জন্য বেঁচে যান, তবে এই হামলা উপসাগরীয় দেশগুলোর কাছে স্পষ্ট বার্তা দিয়েছে—ইসরায়েল এখন আর আঞ্চলিক সীমারেখাকে মানছে না।সবচেয়ে আলোচিত বিষয় ছিল,...