ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী সুপার টাইফুন রাগাসা। ঘূর্ণিঝড়টিকে কর্তৃপক্ষ ‘বিধ্বংসী’ বলে আখ্যা দিয়েছে। ইতোমধ্যে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যশ বিবিসি এ খবর জানিয়েছে। সুপার টাইফুনকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর একটি ধরা হয়। এটি মূলত ক্যাটাগরি–৫ হারিকেনের সমতুল্য। দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সোমবার বিকাল ৩টা (স্থানীয় সময়) কাগায়ান প্রদেশের পানুইতান দ্বীপে টাইফুনটি আঘাত হানে। ঘণ্টায় সর্বোচ্চ ২৩০ কিলোমিটার বেগে বাতাস বইছে। এ কারণে প্রাণঘাতী জলোচ্ছ্বাসের ঝুঁকি তৈরি হয়েছে, যার উচ্চতা তিন মিটারের বেশি হতে পারে। রাগাসার আঘাতে ঘরবাড়ি ও অবকাঠামোর বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ দেশজুড়ে বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করেছে। রাজধানী ম্যানিলাসহ বহু এলাকায় সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সবচেয়ে ঝুঁকিতে রয়েছে উত্তরাঞ্চলের দুর্গম বাতানেস ও বাবুয়ান...