যত্রতত্র ব্যানার-পোস্টার টানালে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রাজনীতিবিদ হলেও ছাড় পাবে না বলে জানান সংস্থাটির প্রশাসক। সোমবার ডিএনসিসির ১০টি অঞ্চলে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ সময়, নির্ধারিত স্থানে পোস্টার লাগাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান মোহাম্মদ এজাজ। এ যেন ব্যানার-ফেস্টুন আর পোস্টারের নগরী। ঢাকার প্রতিটি অলিগলির দৃশ্যই এমন। এর মধ্যে রাজনীতিবিদদের প্রচারপত্রই বেশি। শহরের সৌন্দর্য রক্ষায় ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সোমবার ১০টি অঞ্চলে অভিযান চালানো হয়। ডিএনসিসি বলছে, যেখানে-সেখানে পোস্টার লাগালে জরিমানা করা হবে। এরপরও না মানলেই মামলা। সংস্থাটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এ বি এম সামসুল আলম বলেন, ‘যে কোনো কাজের ক্ষেত্রে শাস্তি কখনও কখনও একটি ফলপ্রসূ সমাধানের দিকে আমাদের নেয়। সেটাকে মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি...