বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছেড়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলতে চান রিশাদ হোসেন। এজন্য বিসিবির কাছে এনওসি আবেদন করেছিলেন তিনি। ক্যারিয়ার উন্নয়নকে প্রাধান্য দিয়ে বিসিবি তাকে পুরো মৌসুমের জন্য বিবিএলে খেলার অনুমতি দিয়েছে, এমনটাই নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।বিগ ব্যাশের গত মৌসুমেও দল পেয়েছিলেন রিশাদ। তাকে নিয়েছিল হোবার্ট হ্যারিকেন। কিন্তু জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর ও বিপিএল ব্যস্ততার কারণে তখন ফ্র্যাঞ্চাইজির হয়ে নামা হয়নি তার। এবার আবারও চ্যাম্পিয়ন দল আস্থা রেখেছে তরুণ এই লেগস্পিনারের ওপর।রিশাদ এবারও বিগ ব্যাশে দল পেলেও সমস্যা হচ্ছিল খেলতে পারবেন কি না। কেননা ঐ সময় অনুষ্ঠিত বিপিএলও। অবশেষে সেই ধোঁয়াশা কেটেছে। বিসিবির সূত্র জানায়, রিশাদকে পুরো মৌসুমের জন্য এনওসি দেওয়া হয়েছে। বিগ ব্যাশে খেলা তার ক্যারিয়ার উন্নতির জন্য বিপিএলের চেয়ে বেশি সহায়ক হবে। তাই তাকে...