এসময় ছাত্রদলের এই নেতা বলেন, “ ঢাকা কলেজে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে এতসংখ্যক শিক্ষার্থীর চাহিদার তুলনায় তাদের জন্য বরাদ্দকৃত সেবার পরিমাণ খুবই সীমিত। ক্যাম্পাসে নিরাপদ এবং সুপেয় পানির ব্যবস্থার যথেষ্ট ঘাটতি রয়েছে। সাধারণ শিক্ষার্থীরা যেনো নির্ভিগ্নে নিরাপদ এবং বিশুদ্ধ পানি পান করতে পারে, সেই উদ্দেশ্যে আমরা কলেজের প্রসাশনিক ভবন সংলগ্ন স্থানে একটি অত্যাধুনিক পানির ফিলটার স্থাপন করার উদ্যেগ নিয়েছি। ফিলটারটি উন্মুোক্ত স্থানে স্থাপন করার ফলে সাধারণ শিক্ষার্থীসহ সাধারণ পথচারীও সহজেই তাদের বিশুদ্ধ পানি পান করার চাহিদা পূরন করতে পারবেন। তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা সাধারণ শিক্ষার্থীদের উন্নয়ন এবং তাদের সেবার স্বার্থে কাজ করে। দেশের প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ এবং শিক্ষাবান্ধব পরিবেশ...