২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলে এই সংস্করণ ছাড়বেন, সেটা বিশ্বকাপ শুরুর আগেই জানিয়েছিলেন ডি কক। তবে বিশ্বকাপ শুরুর পর সিদ্ধান্ত বদলে ইঙ্গিতও দিয়েছিলেন। ২০২৭ বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হবে—এ বিষয়টি মাথায় রেখে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। ডি কক তখন বলেছিলেন, ‘এ মুহূর্তে সেই সম্ভাবনা দেখছি না। কিন্তু নিশ্চিত করে কিছুই বলা যায়। জীবনে অনেক অদ্ভুত ব্যাপার ঘটে। সম্ভাবনা আছে, তবে মনে হয় না এমন কিছু হবে।’ওয়ানডেতে ১৫৫ ইনিংসে ৪৫.৭৪ গড়ে ও ৯৬.৬৪ স্ট্রাইক রেটে ৬৭৭০ রান করেছেন ডি কক, পেয়েছেন ২১টি সেঞ্চুরি। ৯২ টি-টোয়েন্টিতে ১৩৮.৩২ স্ট্রাইক রেটে ২৫৮৪ রান করেছেন। ২০১৫, ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপে খেলেছেন ডি কক।পাকিস্তান সফরে তিন সংস্করণের সিরিজে তিন অধিনায়ক খেলাবে দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট। চোটের কারণে ছয় থেকে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার...