১৪ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই ক্যাম্পাসের প্রতিটি কোণ ভরে উঠেছে লিফলেট আর প্রচারণায়। প্রার্থীদের ইশতেহারে উঠে আসছে শিক্ষার্থীবান্ধব নানা প্রতিশ্রুতি: ক্যান্টিনে ভর্তুকি, খাবারের মানোন্নয়ন, ক্লাসরুম ও ল্যাব সংকট নিরসন, আধুনিক মেডিকেল সেন্টার, পরিবহন বৃদ্ধি, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, গবেষণা ও বৃত্তি, ওয়াই-ফাই ও লাইব্রেরি উন্নয়ন। সহ-সভাপতি পদপ্রার্থী মো. আব্দুল মাজেদ সালাফী শিক্ষা ও গবেষণায় মানোন্নয়ন, গবেষণা ফান্ড, সেমিনার আয়োজন, অডিটোরিয়াম ও মুক্তমঞ্চ নির্মাণ, মেডিকেল সেন্টার, সাশ্রয়ী খাদ্য ব্যবস্থা, ৫ রুটে ৭ বাস, পার্টটাইম চাকরির ব্যবস্থা ও সাইবার সেল গঠনের অঙ্গীকার করেছেন। রাজিব হোসেন নারী ক্ষমতায়ন ও নিরাপত্তার ভিত্তিতে একটি ছাত্রী হল নির্মাণ, স্বতন্ত্র লিফট, আধুনিক মেডিকেল সেন্টার, বাজেট স্বচ্ছতা, অন্যায্য জরিমানা বাতিল ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তার প্রতিশ্রুতি দেন। গণতান্ত্রিক ও স্বচ্ছ ক্যাম্পাসের অঙ্গীকার করে নাসিম খান নিয়মিত গকসু নির্বাচন,...