টালিউড পরিচালক রাজর্ষি দে পূজার আগে স্বস্তিতে। টানা ছয় মাস ধরে আইনি টানাপোড়েন চলছিল। মার্চ মাসে প্রযোজক অরিন্দম ঘোষ ও অভিনেতা-প্রযোজক প্রিয়াংকা ভট্টাচার্য তার বিরুদ্ধে আর্থিক প্রতারণা এবং অভিনেত্রী নুসরাত জাহানের সই জালের অভিযোগ এনেছিলেন। অবশেষে মিথ্যা প্রমাণিত হয়েছে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক রাজর্ষি জানিয়েছেন, যাবতীয় অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। আদালত তাকে সসম্মানে মামলা থেকে রেহাই দিয়েছেন। পরিচালক বলেন, শুরু থেকে বলে আসছি— আমি আর্থিক প্রতারণায় জড়িত নই। নুসরাত কেন, কারও সই নকল করিনি। কিন্তু ইন্ডাস্ট্রি বিশ্বাস করেনি। তিনি বলেন, সেই সময় এ রকমও রটেছিল, তিনি নাকি বাংলা বিনোদন দুনিয়ার বহু খ্যাতনামার প্রাপ্য টাকা দেননি। রাজর্ষি বলেন, কারও কোনো কথার প্রতিবাদ সেদিন করিনি। আইনের ওপরে ভরসা রেখেছিলাম। আমার হয়ে জি বাংলা মামলা করেছিল। আইনের...