ময়মনসিংহের গৌরীপুর স্বজন সমাবেশের একুশতম বর্ষপূর্তি উৎসব উপলক্ষে সোমবার (২২ সেপ্টেম্বর) ইসলামাবাদ ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘মুক্তমনে স্বপ্ন আঁকি’ প্রতিপাদ্য বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৩৫৮জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিরাজ, গৌরীপুর লেখক সংঘের সাবেক সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন সোহেল, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, গৌরীপুর পৌর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, মানবজমিনের গৌরীপুর প্রতিনিধি শামীম আলভী, প্রতিদিনের সংবাদের গৌরীপুর প্রতিনিধি শামীম আনোয়ার, এসটি বাংলাটিভির প্রতিনিধি আব্দুর রউফ দুদু, উপজেলা স্বজনের সহসভাপতি শামীমা খানম মীনা, ওয়াহিদুল ইসলাম, কামরুজ্জামান স্বপন, যুগ্ম সম্পাদক লুৎফা...