লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৮৪১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অদ্যবধি ঢাকা কলেজ গৌরবের সাথে তার কার্যক্রম চালিয়ে আসছে।ঢাকা কলেজে উচ্চমাধ্যমিক ও স্নাতক-স্নাতকোত্তর পর্যায়ে একাডেমিক কার্যক্রম চালু আছে। ১৮৪ বছরের এই ঐতিহ্য নির্মাণে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। উচ্চমাধ্যমিকের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাফা বলেন, ঢাকা কলেজ সহ ঢাকাস্থ সাত কলেজের স্নাতক স্নাতকোত্তর পর্যায়কে ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। ঢাবি অধিভুক্তির প্রেক্ষিতে তাদের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক সংকট বাড়তে থাকে। ঢাকা কলেজ সহ সাত কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা ঢাবি অধিভুক্তি থেকে বের হয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের দাবি জানালে সরকার এই উদ্যোগ নেয় এবং ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে সাত কলেজকে একীভূত করে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হতে যাচ্ছে বলে আমরা অবগত হয়েছি। আমরা এ সিদ্ধান্তকে...