পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির এই প্রথমবারের মতো ঢাকায় এসেছেন। গত ১৮ সেপ্টেম্বর রাতে সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় আসেন তিনি। অভিনেত্রীর আগমনে তরুণদের মাঝে চাঞ্চল্য সৃষ্টি করেছে। আলোচনার ঝড় তুলেছেন হানিয়া আমির। ঢাকায় পা রেখেই তিনি খেলেন নাগা মরিচ দিয়ে ফুচকা। ঘুরে দেখলেন রাজধানী ঢাকা। গত শনিবার এক জমকালো অনুষ্ঠানে হাজির হয়ে তিনি হয়ে উঠেছিলেন সবার নজরের মধ্যমণি। ভালোবাসায় সিক্ত হন ভক্ত-অনুরাগীরা। তবে হতাশা প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের অন্যতম পরিচিত মুখ নৃত্যশিল্পী, মডেল-অভিনেত্রী ও উপস্থাপিকা বারিশা হক। তিনি বাংলাদেশে হানিয়া আমিরকে দেওয়া অভ্যর্থনা-সম্মান ও ভালোবাসা দেখে নিজ দেশের শিল্পীদের কথা মনে করে হতাশার কথা ব্যক্ত করেন। আরও পড়ুনআরও পড়ুনহানিয়া আমির ইস্যুতে আইনি ব্যবস্থা নেবেন হাসান মাসুদ গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে বারিশা হক এ হতাশার কথা জানান।...