যুক্তরাজ্যের রিফর্ম ইউকে দলের নেতা নাইজেল ফারাজ অঙ্গীকার করেছেন আগামী নির্বাচনে জয়ী হলে বিদেশিদের জন্য সব ধরনের রাষ্ট্রীয় ভাতা ও কল্যাণ সুবিধা বন্ধ করবেন। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ব্রিটিশ করদাতাদের অর্থ অপচয় ঠেকাতে এই পদক্ষেপ জরুরি বলে তিনি মনে করেন। তিনি বলেন, যুক্তরাজ্য যেন এখন বিশ্বের ফুড ব্যাংক হয়ে দাঁড়িয়েছে। করদাতাদের অর্থ বিদেশিদের পেছনে অপচয় হয়েছে। তিনি স্পষ্ট করে জানান, শুধুমাত্র ব্রিটিশ নাগরিকরাই বেনিফিট পাবেন। বিদেশিরা চাইলে নাগরিকত্বের আবেদন করতে পারবেন, তবে প্রক্রিয়াটি আরও কঠিন করা হবে এবং এতে আয়কে শর্ত হিসেবে যুক্ত করা হতে পারে। এর ফলে খুব কম বিদেশিই নাগরিক হতে পারবেন। রিফর্মই একমাত্র দল যারা এই প্রতারণার ইতি টানবে এবং ব্রিটিশ জনগণের স্বার্থ রক্ষা করবে। এদিকে রিফর্ম ইউকের পরিকল্পনায় বর্তমানে ছয় বছর পর...