বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের জন্য কাউন্সিলরদের নাম জমা দেওয়ার শেষ সময় ছিল আজ সন্ধ্যা ৬টায়। এরপর বিসিবির সভা শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশ করার কথা ছিল সন্ধ্যা ৭টায়। কিন্তু রাত পৌনে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্তও বিসিবির পরিচালনা পর্ষদের সভা শুরু হয়নি। প্রকাশ হয়নি খসড়া ভোটার তালিকাও। কাউন্সিলরদের নাম জমা শেষ হয়েছে কিনা, তা নিয়েও আছে ধোঁয়াশা। তবে একাধিক সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টায় সময় নির্ধারিত শেষ হয়ে যাওয়া পর্যন্তও সব জেলা ও বিভাগ থেকে কাউন্সিলরদের নাম বোর্ডে জমা হয়নি। সে কারণেই পেছানো হয়েছে বোর্ড সভা। বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসবক্সে উপস্থিত সাংবাদিকদের জানান, সন্ধ্যা ৬টা ১১ মিনিটে হোয়াটসঅ্যাপ বার্তায় তাঁরা জানতে পারেন ৬টার সভা পিছিয়ে রাত ৯টায় নেওয়া হয়েছে। কেন সভা...