সুষ্ঠু সুন্দর পরিবেশে দ্রুত আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বসুরহাট আগমন উপলক্ষে কয়েক হাজার বিএনপি নেতাকর্মীর সংবর্ধনার জবাবে তিনি এসব কথা বলেন। মো. ফখরুল ইসলাম বলেন, গত ১৫ বছরে এদেশে নির্বাচন হয়নি। আসন্ন নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। এ নির্বাচনটা শান্তিপূর্ণ হোক, সুশৃঙ্খল হোক। এই নির্বাচন যেনো ভোট দখলের নির্বাচন না হয়। তিনি বলেন, অনেকে বিশৃঙ্খলা করতে চাইবে। আমাদের কোনো নেতাকর্মী বিশৃঙ্খলায় জড়াবেন না। আমি অনুরোধ করবো আমাকে যারা ভালোবাসেন আপনারা উস্কানিমূলক কোনো কথা বলবেন না, অন্যদের উস্কানিতে পা দিবেন না। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির এ নেতা বলেন, যারা আজকে কষ্ট করে আমাকে ফুলেল...