আজ সোমবার চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) পরিচ্ছন্নতা সচেতনতামূলক প্রচারাভিযানের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন এ অভিযোগ করেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতায় এবং সিআইইউ ও ইয়াংওয়ান করপোরেশনের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘তিনটি প্রকল্প এখনো স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আছে। উপদেষ্টা সাহেব যখন দেখেন, এটা একটা প্রজেক্ট (প্রকল্প), উনি ফাইলটা মিনিস্ট্রিতে রাখেন না। ঘরে নিয়ে চলে যান। দিস ইজ দ্য প্যাথেটিক সিনারিও দ্যাট উই আর ফেসিং নাউ আ ডেইজ (এটাই এখনকার হতাশাজনক বাস্তবতা)। ফাইল আছে, সবই আছে। খুব চমৎকারভাবে ওনারা বাসায় নিয়ে যান। মিনিস্ট্রি থেকে ফাইল গায়েব হয়ে যায়। এটা আমার গত ১১ মাসের অভিজ্ঞতা।’ ফাইল মন্ত্রণালয়ে পাওয়া যায় না উল্লেখ করে মেয়র শাহাদাত হোসেন অনুষ্ঠানে বলেন, ‘আমার ফাইল কই?...